তৃণমূল সাংসদ শতাব্দী রায় সংসদে রাষ্টপতির ভাষণের ওপর আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে নিশানা করলেন কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। দেশের নারী শক্তির কথা বলতে গিয়ে তাঁর বক্তব্য উঠে আসে বিলকিস বানো থেকে সাক্ষী মালিকের প্রসঙ্গ। উঠে আসে রামমন্দির উদ্বোধনে কিভাবে নারী শক্তিকে অপমান করা হয়েছে সে প্রসঙ্গ। প্রধানমন্ত্রীর উদ্দ্যেশ্যে বেশ কয়েকটি প্রশ্নও ছুঁড়ে দেন শতাব্দী রায়। শোনা যাক লোকসভায় শতাব্দী রায়ের বক্তব্যের নির্বাচিত অংশ।
সৌজন্য , সংসদ টিভি
