রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সন্দেশখালি যেতে হবে। এই দাবীতে রাজভবনের বাইরে বিক্ষোভ মিছিল করলেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির দাবী সন্দেশখালির মহিলারা প্রতিবাদ করছেন। তাদের প্রতিরোধে উতপ্ত সন্দেশখালি। পুলিশ অপরাধীদের ধরছে না। এই অগ্নিগর্ভ পরিস্থিতি সরেজমিনে দেখতে রাজ্যপালের সন্দেশখালি যাওয়া জরুরী। কেন তিনি এখনো যাচ্ছেন না তার জন্যই তারা রাজভবনের বাইরে প্রতিবাদ মিছিল করছেন।
