“বাবরি মসজিদ জিন্দাবাদ”আসাউদ্দিন ওয়েইসি

আমার বিশ্বাস অযোধ্যায় বাবরি মসজিদ যেখানে ছিল, সেখানেই আছে। বাবরি মসজিদ জিন্দাবাদ। লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে এই ঝাঁঝালো বক্তব্য রাখলেেন আসাউদ্দিন ওয়েইসি। সরাসরি প্রধানমন্ত্রীর উদ্দেশ্য বলেন তিনি ১৪০ কোটি ভারতীয় নাগরিক প্রধানমন্ত্রী না শুধুমাত্র একটা নিদিষ্ট ধর্মালম্বী মানুষের প্রধান। ওয়েসির এই বক্তব্য নজর কেড়েছে। শোনা আসাউদ্দিন ওয়েইসির বক্তব্যের নির্বাচিত অংশ।

সৌজন্যে সংসদ টিভি