কলকাতার রানী রাসমনি রোডে পশ্চিম মেদনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার কয়েক হাজার কুড়মি সম্প্রদায়ের মানুষ হাজির হয়েছিলেন। আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের ডাকে কলকাতা চলোর ডাক দেওয়া হয়েছিল। সমাবেশ মঞ্চ থেকে কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারের কাছে বিভিন্ন দাবী জানালেন তাঁর। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর উদ্দশ্যে স্মারকলিপি জমা দেওয়া হয় রাজভবন ও নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুড়মি সমাজের জন্য যেসব পদক্ষেপ নিয়েছেন তাঁর যেমন প্রশংসা করেছেন অন্যদিকে সি আর আই জাস্টিফিকেশনের সুপারিশ কেন্দ্র সরকারের কাছে পাঠানোর দাবী জানিয়েছেন। কেন্দ্র সরকারের উদ্দেশ্যে রীতিমত হুশিয়ারি সূর শোনা যায় আদিবাসি নেগাচারি কুড়মি সমাজের মহা মোড়ল অনুপ মাহাতোর গলায়। তাঁদের প্রধান দাবী দেশের সবচেয়ে আদি জনগোষ্ঠি হওয়া সত্বেও তাদের আদিবাসী সমাজের মর্যাদা দেওয়া হচ্ছে না। মহা মোড়লের হুশিয়ারি তাদের দাবী না মানা হলে বৃহত্তর আন্দোলনে নামবেন
