কুড়মিরা ভারতের আদিমতম জনগোষ্ঠী। তবু গভীর চক্রান্তের শিকার হয়ে তাঁদের আদিবাসী পরিচয় দেওয়া হচ্ছে না। বিস্ফোরক এই অভিযোগ তুলেছেন বিশিষ্ট আইনজীবি ও গবেষক অখিলেশ শ্রীবাস্তব। জেনে নিন কেন ও কিভাবে এই গভীর ষড়যন্ত্রের শিকার হচ্ছেন কুড়মিরা।

বুধবার আদিবাসী নেগাচারি কুড়মি সমাজের কলকাতা চলোর ডাকে জঙ্গল মহলের কয়েক হাজার কুড়মি সমাজের মানুষ ধর্মতলায় সমাবেশে উপস্থিত হয়েছিলেন। তাঁদের মূল দাবী কুড়মিদের আদিবাসী মর্যাদা কেন্দ্র সরকারকে দিতে হবে। সমাবেশে বিশিষ্ট আইনজীবি ও গবেষক অখিলেশ শ্রীবাস্তব জানালেন। পশ্চিমবঙ্গ সরকার কুড়মিদের আদিবাসী তকমা দেওয়ার জন্য সুপারিশ করলে কেন সেই দাবী মানতে রাজি নন। কেন কেন্দ্র রাজি নয় সে বিষয়ে বিস্ফোরক অভিযোগ করলেন অখিলেশ শ্রীবাস্তব।