কৃষক আন্দোলনে উত্তাল হরিয়ানা পঞ্জাব সীমান্ত চলল রবার বুলেট, ড্রোন থেকে ফেলা হল টিয়ার গ্যাস

ফসলের নূন্যতম সহায়ক মূল্য নিশ্চিত করার মূল দাবী নিয়ে দিল্লি চলোর ডাক দিয়েছে কৃষাণ মজদুর মোর্চা।মূলত পঞ্জাব হরিয়ানার কৃষকরাই আন্দোলনের মূল শক্তি।কৃষকদের দিল্লি আসা আটকাতে হরিয়ানা সীমান্ত কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।কৃষকদের আটকাতে রবার বুলেট, ড্রোনের সাহায্যে কাঁদানে গ্যাস ছোঁড়া হয়। রাস্তার ওপর লোহার প্রাচীর তুলে দেওয়া হয়। রাস্তার ওপর বিছিয়ে হয় লোহার পেরেক।পঞ্চাব হরিয়ানা বর্ডারে কৃষক পুলিশ, মিলিটারি ফোর্সের সঙ্গে রীতিমত খন্ডযুদ্ধ হয়। এই সব এলাকা যেন যুদ্ধক্ষেত্রের চেহারা নেয়।

সৌজন্যে ফেসবুক, X