১৯ এপ্রিল ভোট শুরু। সাত দফায় ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন । ৪ জুন লোকসভা ভোটের গণণা।

মুখ্য নির্বাচন আধিকারিক রাজীব কুমার সাংবাদিকদের জানালেন, এ বার মোট ভোটারের সংখ্যা ৯৬.৮ কোটি। যার মধ্যে ৪৯.৭ কোটি পুরুষ এবং ৪৭.১ কোটি মহিলা। ১.৮২ কোটি নতুন ভোটার রয়েছে। তিনি বলেন, ‘‘পুরুষ এবং মহিলা ভোটারদের অনুপাত ভাল হয়েছে। দেশের ১২টি রাজ্যে মহিলা ভোটারদের সংখ্যা বেশি।’’ ১২ রাজ্যে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার বেশি। ভোটের কাজে অস্থায়ী কর্মীদের ব্যবহার করা যাবে না। ভূয়ো খবর ছড়ালে কড়া পদক্ষেপ নেবে কমিশন। বিদ্বেষমূলক কোন মন্তব্য করা যাবে না। ১৯৫০ নম্বরে ফোন করলেই ১০ মিনিটেই ব্যবস্থা নেবে কমিশন। জানালেন রাজীব কুমার।

ভোটে সন্ত্রাসের কোন জায়গা থাকবে না। হিংসা হলে কড়া ব্যবস্থা গ্রহণ। সন্রাসমুক্ত ভোট করতে থাকবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী। সন্ত্রাস মোকাবিলায় জেলাায় জেলায় কমিশনের কন্ট্রোল রুম। জানাল নির্বাচন কমিশন।

ভোটে যথেচ্ছ ভাবে টাকা ব্যবহার বন্ধ করা হবে ।, কয়েকটি রাজ্যে ভোটে টাকার ব্যবহার বেশি হয়। সেগুলির দিকে নজর রাখছে কমিশন। এর জন্য আমরা কেন্দ্রীয় তদন্ত সংস্থার সঙ্গে কথা বলেছি। কোনও রকম উপঢৌকন যাতে না দেওয়া হয়, সে দিকে নজর দিতে বলা হয়েছে সংস্থাগুলিকে। সমস্ত বিমানবন্দরগুলির দিকেও নজর রাখা হচ্ছে। রাজ্যগুলিতে  কোনও হেলিকপ্টার নামলে, তা অনুসন্ধান করে দেখা হবে। জানালেন রাজীব কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *