মিলল না জামিন।৬ দিনের ইডি হেফাজতে অরবিন্দ কেজরিওয়াল। নির্দেশ রাউজ অ্যাভিনিউ আদালতের।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদন খারিজ করল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে ইডির আবেদনে সাড়া দিয়ে ৬ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিল আদালত। আজ আদালতে সওয়াল জবাবের সময় ইডির আইনজীবি দিল্লীর মুখ্যমন্ত্রীকে আবগারি দুর্নীতি কিং পিং বা প্রধান মাথা হিসাবে অভিযোগ করে। ইডির অভিযোগ আবগারি মামলায় প্রায় ১০০ কোটির দুর্নীতি করা হয়েছে। গোয়ার বিধানসভা নির্বাচনে হাওলার মাধ্যমে ৪৫ কোটি টাকা পাঠানোর অভিযোগ করেছে ইডি আধিকারিকরা।
এই মামলায় ইতিমধ্যেই তিহার জেলে রয়েছেন উপ মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, আপের রাজ্য সভার সাংসদ সঞ্জয় সিং।