ব্যাঙ্গালোর বিস্ফোরণ কান্ডে অভিযুক্ত দুই সন্ত্রাসী কলকাতার লেলিন সরণীর হোটেল একরাত কাটিয়েছিল।এই দুই অভিযুক্তের নাম মুসাভির হুসেন সাজ়িব এবং আবদুল মাতিন আহমেদ। আজ কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। হোটেল কর্তৃপক্ষ থেকে জানা গেছে গত ১৩ মার্চ বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হোটেলের একটি রুম ভাড়া নেয়। পর দিন সকালে ভাড়া মিটিয়ে তারা চলে যায়। হোটেলের কর্মীদের তারা জানিয়েছিল দার্জিলিং থেকে তারা এসেছেন এবং চেন্নাইয়ে তারা যাবেন।এনআইয়ে ও রাজ্যপুলিশ যৌথভাবে পূর্ব মেদনীপুর থেকে তাদের গ্রেফতার করে।
