বিজেপি নেতার গাড়ি থেকে টাকা উদ্ধার

লোকসভা ভোটের আগেই জলপাইগুড়ির বিজেপি নেতার গাড়ি থেকে ৯ লাখের বেশি টাকা উদ্ধার করল পুলিশ। শনিবার রাত সাড়ে আট টা নাগাদ জলপাইগুড়ির ক্রান্তি মসজিদ এলাকায় পুলিশের নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে ৭ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়। গাড়ির মালিক রাকেশ নন্দী। মালবাজার বিধানসভার ভারতীয় জনতা পার্টির কনভেনার। টাকা উদ্ধারের পর তিনি জানিয়েছেন নির্বাচনের কাজে লাগানোর জন্যই বিজপির মহিলা মোর্চার সভাপতি দীপা বণিকের কাছ থেকে এই টাকা আনা হয়। পরে পুলিশ দীপা বণিকের কাছ থেকেও ১ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করে। ১৯ তারিখ ভোটের আগে এভাবে টাকাসহ ধরা পড়ায় বিজেপির স্থানীয় নেতত্ব স্বাভাবিক ভাবেই চাপের মুখে পড়েছে।