সৌজন্যে .. X এক্স হ্যান্ডেল, APP
সুপ্রীম কোর্টে জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাতেই তিহার জেল থেকে মুক্তি পান। মুক্তির পরেই জনসমুদ্র মাঝে বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন কেজরিওয়াল। নির্বাচনে প্রচারের জন্য আগামী ১ লা জুন পর্যন্ত অন্তর্বতীকালীন জামিন দেওয়া হল কেজরিওয়ালকে। ২ রা জুন তিহার জেলে তাঁকে আবার আত্মসমর্পন করতে হবে। ২১ জুন তাঁকে আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খন্না এবং দীপঙ্কর দত্তের বেঞ্চ জানিয়েছেন “মার্চে গ্রেফতার করা হয়েছে তাঁকে। এটা আগে বা পরে করা হতে পারত। আর ২১ দিন পরে সেটা হলেও কিছু যেত আসত না। ২ জুন কেজরীওয়াল আত্মসমর্পণ করবেন।’’ কেজরিওয়ালের জামিনে সন্তোষ প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন , ‘‘অরবিন্দ কেজরীওয়াল অন্তর্বর্তী জামিন পেয়েছে দেখে আমি খুব খুশি। চলতি নির্বাচনের পরিপ্রেক্ষিতে এটা খুব সহায়ক হতে চলেছে।’’
