জনসভায় দাঁড়িয়ে বাচ্চা ছেলের মত কাঁদছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ এই ভাষাতেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। মহারাষ্ট্রের নন্দুবারে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ইন্দিরা গান্ধীর কাছে থেকে কিছু শেখার ছিল মোদিজীর। দুর্গারূপী ইন্দিরা গান্ধির কাছ থেকে শিখুন। যিনি পাকিস্তানকে দু’টুকরো করে দিতে পেরেছিলেন। সেই ইন্দিরা গান্ধীকে দেশদ্রোহী বলেন নরেন্দ্র মোদি।
সৌজন্যে X হ্যান্ডেল
আদিবাসী দলিল অধ্যুষিত মহারাষ্ট্রের এই এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রিয়াঙ্কা বলেন নরেন্দ্র মোদি দলিতদের ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান করেন না। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন কেন অযোধ্যার রাম মন্দির উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানো হল না। একই সঙ্গে তিনি বলেন কয়েক হাজার কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবনের তৈরি করা হয়েছে কিন্তু তার উদ্বোধনী অনুষ্ঠানেও রাষ্ট্রপতিকে ডাকা হলো না। এটা রাষ্ট্রপতির প্রতি প্রতি অসম্মান। প্রিয়াঙ্কা বলেন নরেন্দ্র মোদি এখন কোটিপতি শিল্পপতিদের মসিহা। গরিবের নয়।
