“বাংলায় তৃণমূল রামের নাম নিতে বাধা দিচ্ছে ” : নরেন্দ্র মোদি

বাংলায় নির্বাচনী প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শুধুই হিন্দু মুসলমান বিভাজনের কুকথা। ব্যারাকপুরে সভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদির ভাষণের বেশির ভাগ অংশ জুড়ে ছিল হিন্দুদের মনে ভয় দেখানো। নরেন্দ্র মোদি বলেন বাংলায় হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো থাকতে হচ্ছে। তিনি বলেন দেশে ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে আদিবাসি দলিত হিন্দুদের সংরক্ষণ থেকে বঞ্চিত করে পুরো সংরক্ষণ মুসলমানদের দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কথায় বাংলায় নাকি রাম নবমী করতে দেওয়া হয় না। এমনকি তৃণমূল রামের নাম পর্যন্ত করতে দিচ্ছে না বলে সরাসরি অভিযোগ করেন নরেন্দ্র মোদি। কি বলছন নরেন্দ্র মোদি শুনুন।