ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে গোপিবল্লভপুরে তৃণমূল প্রার্থীর সমর্থনে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যয় ভরা সভায় বক্তব্য রাখছিলেন। বক্তব্যের শেষ প্রান্তে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের চটির ফিতে ছিঁড়ে যায়। সেই চটি ঠিক করতে নিজেই উদ্যোগী নেন। মঞ্চে উপস্থিত নেতা থেকে নিরাপত্তীরক্ষীরা মুখ্যমন্ত্রীর জন্য় নতুন চটি আনতে উদ্যোগী হয়। কিন্তু সকলকে থামিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় নিজেই সেফটিপিন দিয়ে নিজের চটি ঠিক করতে। মমতা বন্দ্যোপাধ্যায় মজা করে বলেন চটির কোন দোষ নেই। মুখ্যমন্ত্রীর মন্তব্যে সভা জুড়ে অন্যরকম পরিবেশ তৈরি হয়। দেখুন সেই অন্য রকম মুহূর্ত।
