চমকে ভরা মুকেশ আম্বানির পুত্রের বিয়ের কার্ড

মুকেশ ও নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি আর শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বিয়ের আনুষ্ঠানের আয়োজন চলছে। শনিবার ২৯ জুন আম্বানির মুম্বাইয়ের বাসভবনে পূজার মধ্য দিয়ে অনন্ত ও রাধিকার বিয়ের মূল অনুষ্ঠান শুরু হবে। ১২ জুলাই চার হাত এক হবে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। বিয়ের অনুষ্ঠানটি চলবে তিন দিন ধরে। ইতিমধ্যেই অতিথিদের আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে। এই আমন্ত্রণপত্র নিয়ে কৌতুহল তৈরি হয়েছে। এই নিমন্ত্রণপত্র পাঠানো হয়েছে সোনালি রঙের একটি বাক্সে। এই বাক্সের ভেতরে আছে শিল্প, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার মিশেল।এই নিমন্ত্রণপত্র পেয়েছেন, এমন একজন বাক্সটি খোলার ভিডিও করেছেন। এটি ছিল পাঁচ মিনিটের।নিমন্ত্রণপত্রের বাক্সটির ঢাকনা খোলার পর বেরিয়ে আসে কমলা রঙের আরেকটি বাক্স। এর ওপরে ছিল ভগবান বিষ্ণুর ছবি। আর চারপাশে ছোট ছোট অক্ষরে বিষ্ণুর শ্লোক লেখা । বাক্সের ঢাকনাটির উল্টা পিঠে ছিল বৈকুণ্ঠের সূচিকর্ম। বৈকুণ্ঠ হলো ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর বাসস্থান। আর বাক্স খুললেই বাজতে থাকে বিষ্ণুমন্ত্র।
এই বাক্সের ভেতরে আরও ছিল সোনালি রঙের বই। সেই বইয়ের ভেতরে ছিল মূল নিমন্ত্রণপত্র। খুলতেই ওপরে ছিল বিষ্ণুর ছবি। বইয়ের পাতা উল্টালে ছিল ভগবান গণেশের ছবির ফ্রেম, তার পাশে লাল রঙের ভেলভেটের ওপর অনন্ত-রাধিকার বিয়ের তারিখ ও ভেন্যু লেখা। এর পরের পৃষ্ঠায় ছিল রাধা–কৃষ্ণের ছবি। পাশে সুন্দর নকশা করে লেখা ‘নিমন্ত্রণপত্র’।