আর জি করের ঘটনার প্রতিবাদের নাম না জানা ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছে। এই অভিযানে সব রাজনৈতিক দলের নেতা নেত্রীদের যোগ দেওয়ার আবেদন জানিয়েছে। এই আন্দোলনে বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় থাকবেন বলে আন্দোলনের ডাক দেওয়া ছাত্র সমাজের পক্ষ থেকে প্রচার করা হয়েছে বলে দাবী করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। যদি ও পরিস্কার তিনি জানিয়ে দিয়েছেন এই নবান্ন অভিযানে তিনি ও তাঁর দল কোন ভাবেই যোগ দেবে না। তাঁর নামে অপ্রচার করা হচ্ছে।
