২৭ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়ে নাম না জানা ছাত্র সমাজ। পুলিশের কাছে কোন অনুমতি নেওয়া হয়নি। সে দিক থেকে এই আন্দোলন পুরোপুর বেআইনি ঘোষণা করেছে কলকাতা পুলিশ। কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে হিংসা ছড়ানোর আশঙ্কা করছে কলকাতা পুলিশ। এমনকি মিছিলের মধ্যে মিশে গিয়ে দুস্কৃতিদের দিয়ে ব্যাপক হিংসা ছড়ানো এমনকি গুলি চালানোর মতো ঘটনা ঘটতে পারে। এই আশঙ্কা করেছে কলকাতা পুলিশ। এদিকে কোন হিংসা ছড়ালে পুলিশ প্রশাসনকেই তার দায় নিতে হবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
