সৌজন্যে X হ্যান্ডেল, প্রিয়া সিং
রেল লাইনের ওপর বসে আছেন উত্তর প্রদেশ পুলিশের সাব ইনস্পেক্টর শচীন কুমার। অপেক্ষা ট্রেন এলেই ঝাঁপ দেবেন দিয়ে জীবনটা শেষ করে দেবেন। খবর পেয়ে হন্তদন্ত হয়ে ছুটে আসছেন তাঁর সহকর্মীরা। কিন্তু তাঁদের কোন কথাই কানে তুলতে চাইছেন না। রেলে ঝাঁপ দেবেই সে। অনেক কষ্টে বুঝিয়ে রেল লাইন থেকে তুলে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছেন শচীন কুমারকে নিয়ে যাচ্ছেন তাঁরা।
কেন আত্নহত্যার পথ বেছে নিতে চাইছেন শচীন কুমার ?
শচীন কুমার পাঁচ জন বাইক চোরকে ধরে তাদের নিয়ে আলিগড় আদালতে হাজির হয়েছিলেন। কিন্তু চোরদের আদালতে পেশ করার পর বিচারপতি অভিষেক ত্রিপাঠি তাদের চোর বলে বিশ্বাস করতে চাননি। শচীন যতবার বোঝানোর চেষ্ঠা করেছেন তত বারই বিচারপতি তাঁকে কড়া ধমক দিয়েছেন বলে অভিযোগ। বিচারপতির বক্তব্য় পুলিশ ভুল লোককে পাকড়াও করে এনেছে। বিচারপতির ধমকে মানসিক ভাবে কষ্ট পান। অভিমানে রেল ঝাঁপ দেওয়ার জন্য স্টেশনে চলে যান। সোশাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়েছে।