জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এক খুদে পড়ুয়ার আবদার

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ৭৪তম জন্মদিন কাটালেন অন্যরকম ভাবে। ওড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন মাঝিকে সঙ্গে নিয়ে ভুবনেশ্বরের একটি এলাকায় গিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৈরি বাড়ির চাবি তুলে দেন মহিলাদের হাতে। প্রধানমন্ত্রী বেশ কিছুটা সময় কাটান তাদের সঙ্গে। মহিলারা কিভাবে রোজগার করছেন । কতটা তাদের উন্নতি হয়েছে এবিষয়ে তাদের খোঁজখবর নেন। এখ খুদে পড়য়া মোদিজীকে জন্ম দিনের শুভেচ্ছো জানিয়ে অটোগ্রাফের আব্দার করেন। প্রধানমন্ত্রী তার আবদার মেটান। এছাড়াও উডিষ্যা সরকারের নতুন প্রকল্প সুভদ্রার আনুষ্ঠানিক সূচনা করেন।