রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিশেষ করে ডিভিসি জল ছাড়ার কারণে পরিস্থিতির এতটা অবনতির কারণ বলে জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বন্যা কবলিত হুগলি জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন বন্যা কবলিত অংশ পরিদর্শন করেন। কথা বলেন বন্যা দুর্গতদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর অভিযোগ ঝাড়খন্ড রাজ্য সরকার কোন কিছু না জানিয়েই ডিভিসির জল ছেড়ে দিচ্ছে। তাই বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে।
