ফেসবুক, ইন্স্টাগ্রাম,টুইটারের,টিকটকের মতো বিভিন্ন সামাজিক মাধ্যমের প্রতি বড়দের পাশাপাশি ছোটদের মধ্যেও খুবই প্রভাব ফেলেছে। কচি মনে তারসুদুর প্রসারী প্রভাব ফেলছে। তাই সামজিক যোগাযোগের মাধ্যমের ব্যবহারের নির্দিষ্ট বয়সসীমা ১৩ থেকে বাড়িয়ে ১৫ বছর করার সিদ্ধান্ত নিয়েছ নরওয়ে সরকার। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর জানিয়েছেন তার দেশে সামজিক মাধ্যম থেকে তথ্য নেওয়া থেকে দূরে রাখার জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর বিষয়বস্তু থেকে থেকে শিশুদের রক্ষা করতে হবে।
অন্যদিকে ইতিমধ্যে ফোন স্ক্রিনের আসক্তি কমাতে ও সাইবার আসক্তি ঠেকাতে ইউরোপের বেশ কয়েকটি দেশ স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই পথে নরওয়ে সরকার ও এই পদক্ষেপ নিয়েছে।
এদিকে, বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ‘টক্সিক’ উপাদান থেকে শিশু মনকে রক্ষা করার জন্য অনলাইন সুরক্ষা নিয়ম মেনে না চললে মার্কিন মুলুকে ১৮ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিষিদ্ধের হুমকি দিয়েছে দেশে যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম।