রাতারাতি যাতায়াতের জন্য নতুন ‘বন্দে ভারত স্লিপার ট্রেন ‘
চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি ‘বন্দে ভারত স্লিপার ট্রেন’ শীঘ্রই ভারতীয় রেলযাত্রার চেহারা বদলে দিতে আসছে। এই সুপার স্পিড ট্রেনের ঝলমলে বিলাসবহুল অভ্যন্তর এবং উন্নত প্রযুক্তির ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ৮০০-১২০০ কিলোমিটার রুটের জন্য তৈরি এই ট্রেনটি ১৬টি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ নিয়ে ৮২০ জন যাত্রীকে চড়াবে সর্বোচ্চ ১৬০ কিমি/ঘণ্টা গতিতে—যা ভ্রমণের সময়কে করবে আগের থেকে অনেকটাই কম!
‘বন্দে ভারত স্লিপার ট্রেন’ এর মূল আকর্ষণগুলোর মধ্যে রয়েছে স্কিনটাচ দরজা, হ্যান্ডস-ফ্রি বায়ো-ভ্যাকুয়াম টয়লেট, এবং এক ঝটকায় সহজ অ্যাক্সেসযুক্ত আন্তঃসংযোগ দরজা। টক-ব্যাক সিস্টেমের সাহায্যে যাত্রী ও কর্মীদের যোগাযোগ হবে আরও মসৃণ। আর ফার্স্ট ক্লাসে রয়েছে ফ্লাইট স্টাইলে বোতাম টিপেই সার্ভিস পাওয়ার সুযোগ! সুরক্ষার জন্য আছে অত্যাধুনিক ‘কবচ’ সংঘর্ষ-বিরোধী ব্যবস্থা, জরুরি ব্রেকিং সিস্টেম, এবং সংঘর্ষ প্রতিরোধক প্রযুক্তি।
ভারতীয় রেলে নতুন যুগের সূচনা করতে আসছে এই ‘বন্দে ভারত স্লিপার ট্রেন’।