১২৩ বছরের মধ্যে উষ্ণতম অক্টোবরের রাত

দেবারতি দাশ : অক্টোবর মাসে ভারতজুড়ে রেকর্ড গড়লো তাপমাত্রা! ১২৩ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণতম রাতের সাক্ষী থাকল দেশ। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, গত মাসে গড় রাতের তাপমাত্রা ছিল ২১.৮৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। উত্তর-পশ্চিম, মধ্য ও দক্ষিণ ভারতেও তাপমাত্রা বেড়েছে, যা অস্বাভাবিক বৃষ্টিপাত, বিলম্বিত মৌসুমী বায়ু এবং চারটি নিম্নচাপ ব্যবস্থার ফলে ঘটেছে।

আইএমডি-র প্রধান মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, “অক্টোবর মাসের এই অস্বাভাবিক উষ্ণতা বহু বছরের রেকর্ড ভেঙেছে।” ঘূর্ণিঝড় দানার কারণে ওড়িশা ও পশ্চিমবঙ্গে টানা বৃষ্টির কারণে পরিস্থিতি আরও চরমে উঠেছে।

নভেম্বরে তাপমাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত আরও বাড়তে পারে। কর্ণাটক ও কেরালায় বৃষ্টিপাত দীর্ঘমেয়াদী গড়ের ১২৩ শতাংশ ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। গরমের এই প্রবণতা কতদিন স্থায়ী হবে, সেটাই এখন বড় প্রশ্ন!