আজ বহু খবরের ভিড়ে ৮ নভেম্বরের সেই কালো দিনটি আমরা ভুলেই গেছি।

Today marks the 8th year of note bandi

২০১৬ সালে ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চালু করা হয়েছিল নতুন ৫০০ আর ২০০০ টাকার নোট।

আগাম ঘোষণা ছাড়াই এই নোটবন্দির ফলে সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হতে হয়েছিল। ব্যাঙ্কের সামনে লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অনেকে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছিল। সাধারণ মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠেছিল।

আজ বহু খবরের ভিড়ে সেই কালো দিনটি আমরা ভুলেই গেছি। মনে করিয়ে দিলেন আর.জে.ডি নেতা তেজস্বী যাদব। আজ এই ঘটনা নিয়ে ভারতীয় জনতা দলকে তীব্র ভাষায় আক্রমন ও করেছেন তিনি।