পাহাড়ের মানুষের মন জয় করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । পা মেলালেন নাচের তালে তালে।

পাহাড়ের মানুষের মন জয় করার চেষ্ঠা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে পা রেখে জনগনের মাঝে মিশে যাওয়ার চেষ্ঠা করেছেন। তাঁদের অভাব অভিযোগ শোনার চেষ্ঠা করেছেন। দার্জিলিংয়ের বিভিন্ন রাস্তায় গাড়ি ছেড়ে হাঁটছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে স্কুলের কচিকাঁচাদের সঙ্গে হাত মেলান, আদর করেন , চকলেট তুলেে দেন। মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেেয়ে ও তাঁর আন্তরিক ব্যবহার পাহাড়ের মানুষের মন জয় করে নেয়। মুখ্যমন্ত্রী গতকাল জিটিয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছিলেন। আজ সরস মেলার উদ্বোধন করেন। উদ্বোধনের আগে পাহাড়ের গোর্খা শিল্পীদের গানের তালে তালে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। পরে বক্তব্য রাখতে গিয়ে বলেন পাহাড় সমতল কোন বিভাজন নয় আমরা সবাই এক। আমারা সবাই মিলে মিশে আছি মিলেমিশে থাকব। তিনি বলে দার্জ্জিলিংয়ের সঙ্গে তাঁর পারিবারিক যোগ রয়েছে। প্রসঙ্গত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন দার্জিলিংয়ে শিল্প ও কর্মসংস্থানের বিরাট সুযোগ রয়েছে। মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত ১১ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে। ১,৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে জিটিএকে।