ভোট গণনায় ভয়ংকর অভিযোগ অভিনেত্রী স্বরা ভাস্করের

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে বিজেপি আশাতীত সাফল্য পেয়েছে। বহু আসনে ইতিমধ্যেই বিরোধীরা ইভিএম এ কারচুপির অভিযোগ তুলেছেন। এবার একই অভিযোগ করলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। নিজের এক্স হ্যান্ডেলে এই অভিযোগ করে পোস্ট করেছেন। স্বরা ভাস্করের স্বামী ফাহাদ জাইরার আহমেদ মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে শরদ পাওয়ার এন সি পির প্রার্থী হিসেবে অনুশক্তি নগর বিধানসভা আসনে লড়াই করেছেন।

ভোট গণনার শুরু থেকেই ফাহাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর খেয়ে এগিয়েছিল। এমনকি ১৭ ,১৮ ১৯ এবং ১৯ নম্বর রাউন্ড গণনার শেষেও তিনি এগিয়েছিলেন। তার অভিযোগ হঠাৎ করেই নিরানব্বই শতাংশ ব্যাটারি চার্জ আছে এমন ইভিএম খোলার সঙ্গে সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী অজিত পাওয়ার গোষ্ঠীর প্রার্থী ভোটে এগিয়ে যান। স্বরা ভাস্বর প্রশ্ন তুলেছেন সারাদিন ভোট চলার পরেও কি করে ৯৯% কয়েকটি মেশিনে চার্জ থাকে। আর এই মেশিনগুলো খোলার সঙ্গে সঙ্গে কেন অধিকাংশ ভোট বিজেপি ও তার সহযোগী দলগুলির প্রার্থীরা পেতে পারেন। অন্যদিকে ইতিমধ্যেই শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত ইভিএমে কারচুপির অভিযোগ তুলেছেন।