ডিসেম্বর মাস থেকেই নতুন করে রাজ্যের ৫ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাবেন। রাজ্য বিধানসভায় ঘোষণা করেছেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা এই সুযোগ পাবেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই প্রকল্প এতটাই জনপ্রিয় হয়েছে পরবর্তী সময়ে বিজেপি, কংগ্রেস থেকে আপ বিভিন্ন রাজ্যে অন্য নামে চালু করে ভোটে ভাল ফলও পেয়েছে। মধ্যপ্রদেশ থেকে সম্প্রতি মহারাষ্ট্রে মহিলাদের লম্মীর ভান্ডারের মতো প্রকল্প ঘোষণা করে ভাল রেজাল্ট করেছে বিজেপি।
২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত পশ্চিমবঙ্গে লক্ষ্মীরের সুধিধা কতজন মহিলা পেয়েছেন তার পরিসংখ্যান জানিয়েছেন। ৩০ জুন পর্যন্ত ২ কোটি ১৫ লক্ষ ৮৮ হাজার ৭৭৫ জন উপকৃত হয়েছেন। রাজ্য সরকারের খরচ হয়েছে ১৩,৫২৩.৮৮ কোটি টাকা।