স্বাস্থ্যসাথীতে অনিয়ম ঠেকাতে রাজ্য সরকারের বড় ঘোষণা

পশ্চিমবঙ্গ সরকারে অন্যতম জনপ্রিয় প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প। গত কয়েক বছরে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছে রাজ্যের বড় অংশের মানুষ। রাজ্য সরকারের এই প্রকল্পের জন্য প্রতি মাসে কোটি কোচি টাকা খরচ হচ্ছে। আবার এই প্রকল্পে ইদানিং অনিয়মের খবর উঠে আসছে। নিয়মের ফাঁক গলে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে। এবার স্বাস্থ্যসাথী প্রকল্পে অনিয়ম ঠেকাতে রাজ্য সরকার নতুন এক গুচ্ছ সিদ্ধাম্ত নিয়েছে। সরকারি ভাবে এই পরিবর্তন ঘোষণা করা হয়েছে।

স্বাস্থ্যসাথীতে কোন অনিয়ম ঠেকাতে এবার থেকে নয়া প্রযুক্তির ব্যবহার করা হবে। এবার থেকে সমস্ত রোগীর ছবি এবং ভিডিও তোলা হবে ছুটির সময় এবং অ্যাপের মাধ্যমে পাঠাতে হবে স্বাস্থ্য ভবনে। বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে সাথে সাথে ছবি ভিডিও দিতে হবে। রোগী হাসপাতালেই আছেন তা নিশ্চিত করতে তার জিপিএস লোকেশন দিতে হবে নির্দিষ্ট সার্ভারে। জিপিএস অন করে পরীক্ষা শুরু হলেই অ্যাপ অন করতে হবে। এবং সব হয়ে গেলে তা বন্ধ করতে হবে। হাসপাতালের ৫০ মিটারের বাইরে তা কাজ করবে না। অ্যাপে দেওয়া কোন তথ্য এডিট হবে না। তথ্য যাচাই করবে AI, তথ্য ভুল হলে সরকারের তরফে টাকা দেওয়া হবে না। এই ব্যবস্থা গ্রহণের ফলে দুর্নীতি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।