পুলিশকে ফুলের তোড়া মিষ্টিমুখ গ্রামবাসীদের। তার কারণ শুক্রবার জঙ্গিপুর আদালতের ফাস্টট্রার্ক কোর্টের বিচারক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় অপরাধীদের দৃষ্টান্তমূলক সাজা ঘোষণা করেছে। দুই অপরাধীর মধ্যে একদনের ফাঁসি ও অন্যজনের যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছেন বিচারক। মাত্র ৫৯ দিনের মাথায় এই রায় দান সম্ভব হয়েছে পুলিশের অতি দ্রূততার সঙ্গে তদন্ত শেষ করে চার্জশিট দেওয়ার জন্য।তাই পুলিশকে সাধুবাদ জানাতে গ্রামবাসীদের এই আয়োজন। ফারাক্কার এসডিপিও আমিনুল ইসলাম খাঁন, আইসি নীলোৎপল মিশ্র সহ ফারাক্কা থানার পুলিশ প্রশাসনের টিমকে গ্রামবাসীরা মুখ মিষ্টি করিয়ে অভিবাদন জানান। ফুলের তোড়া দিয়ে সম্মানও জানানো হয় পুলিশ কর্মীদের।
প্রসঙ্গত ১৩ই অক্টোবর দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন ফারাক্কায় দাদুর বাড়িতে বেড়াতে এসেছিলেন ঐ নাবালিকা। ফুল দেওয়ার নাম করে তাদের বাড়িতে নিয়ে যায় অভিযুক্ত দীনবন্ধু হালদার ও শুভ হালদার। ঐ নাবালিকাকে ধর্ষণ করে খুন করে দুই অভিযুক্ত।