আরবি ভাষায় রামায়ন মহাভারত মহাকাব্য অনুবাদ করেছেন কুয়েতের আব্দুল্লাহ আল বারুন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে এই দুই মহাকাব্য তুলে দিয়েছেন অনুবাদকারী আল বারুন ও প্রকাশক আব্দুল আল লতিফ আল নেসেফ।নরেন্দ্র মোদি আরবি ভাষায় অনুদিত দুই মহাকাব্যে স্বাক্ষর করেন। অনুবাদকারী আল বারুন শুধুমাত্র রামায়ণ মহাভারত নয় বিশ্বের বিভিন্ন দেশের ৩০ টি মহাকাব্য আরবি ভাষায় অনুবাদ করেছেন।
Courtesy, Sansad TV
কুয়েত সফরে আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪৫ বছর পরে ভারতের কোন প্রধানমন্ত্রী কুয়েত সফর করলেন সেদিক থেকে ভারত কুয়েত সম্পর্কের ক্ষেত্রে এই সফর খুবই গুরুত্বপূর্ণ।