Champahati Fire: বাজির গুদামে আগুন। প্রবল বিস্ফোরণে ভেঙে চূরমার গোটা বাড়টি। অগ্নিদগ্ধ তিন। বারুইপুর থানার চম্পাহাটির হাড়াল গ্রাম পঞ্চায়েতের সরদার পাড়ায় এই ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী পিন্টু মন্ডলের বাড়ির মধ্যে মজুদ করা বাজিতে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ বলে দাবী তরা হয়েছে।
বাড়ির মধ্যে থাকা পিন্টু মণ্ডল,সহ শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন।তাদেরকে দ্রুত উদ্ধার করে কলকাতার হাসপাতলে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।এদিকে গ্রামবাসীরা বিস্ফোরণের শব্দে ছুটে আসে ঘটনাস্থলে। তারাই সাথে সাথে আগুন নেভানোর কাজে হাত লাগায়।পরে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ।
