আজব ব্যাপার ! একই বৈধ ভোটার নম্বর দেশের দুই ব্যক্তির নামে ইস্যু করা হয়েছে

Epic Card Problem একই নামের ভোটার কার্ড অন্য নামে অন্য রাজ্যে ইস্যু করা হয়েছে। চাঞ্চল্যকর এই অভিযোগ উঠেছে খোগ নির্বাচন কমিশেনের বিরুদ্ধে। কারণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এমন  বেশ কিছু তথ্য নিলেছে।

মুর্শিদাবাদে ধৃত জঙ্গি সাব শেখের কাছ থেকে দুটি ভোটার কার্ড উদ্ধার হয়েছে। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি। বিরোধীরা প্রশ্ন তুলেছে বাংলা জঙ্গিদের সেফ করিডর হয়ে উঠছে। কিভাবে একজন জঙ্গির দুটি ভোটার কার্ড থাকতে তা নিয়ে বিস্ময় প্রকাশ করে প্রশাসনকে কাঠগোড়ায় তুলেছে। এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা কয়েক লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। কারণ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে একই এপিক নম্বরে আলাদা ঠিকানায় অন্য ব্যক্তির নামে ইস্যু করা হয়েছে। প্রমাণ হিসাবে কয়েকটি উদাহরণ তুলে ধরা হচ্ছে

প্রথম উদাহরণ

 ” LPZ2746576 ” এই এপিক কার্ডের ব্যক্তির বাড়ি দক্ষিণ দিনাজপুরে এবং এই একই নম্বারে অন্যজনের কার্ড আছে যার বাড়ি গুজরাটের আমেদাবাদ।

দ্বিতীয় উদাহরণ

 ” XYZ0997544 ” এপিক কার্ডের নাম অনুসারে ঐ যুবকের বাড়ি মুর্শিদাবাদ অথচ একই নম্বরে অন্য ব্যক্তির নামে কার্ড ইস্যু করা হয়েছে তার বাড়ি হরিয়ানাতে।

তৃতীয় উদাহরণ

 LPZ2746XXX এই ব্যক্তির বাড়ি দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে। কিন্তু তার সঙ্গে অন্য আরও একজনের একটি কার্ড ইস্যু করা হয়েছে যার বাড়ি গুজরাট রাজ্যে।

পুরো বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনকে লিখিত ভাবে এই অভিযোগ জমা দিয়েছেন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সভাপতি মহম্মদ রিপন।। তাঁদের আশঙ্কা এই দেশের বিভিন্ন প্রান্তে বাঙালি পরিযায়ী শ্রমিকরা কাজ তাদের এ ভাবে ই হেনস্থার মুখে পড়তে পারে। ভাবার বিষয় এটা কি ইচ্ছে করে বড়সড় চক্রান্তের জাল বিছানো হচ্ছ। যে কোন ব্যক্তিকে অতি সহজেই খাতায় কলমে জঙ্গি দাগিয়ে দেওয়া হতে পারে। তাই বিষয়টি যথেষ্ট দুশ্চিন্তার।এখন দেখার নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত গ্রহণ করে।