বাঘিনী জিনাতকে খাঁচাবন্দি করতে হিমসিম খেল বন কর্মীরা আনা হবে আলিপুরে

Tigress Zeenat : ন দিন বনকর্মীদের নাস্তানাবুদ করে অবশেষে ধরা পড়ল বাঘিনী জিনাত।রবিবার বাঁকুড়ার গোঁসাইডিহিতে বেলা তিনটে আটান্ন মিনিয়ে জিনাতকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়। সেই গুলিতেই কাবু হয় বাঘিনি।

গতকাল জিনাতকে তিনটে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করা হয়।তারপর তাকে তাড়িয়ে তাড়িয়ে জঙ্গলের মধ্যে নিয়ে আসা হয়। অবশেষে ক্লান্ত জিনাতকে চতুর্থ ঘুমপাড়ানি গুলি করার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে জিনাত।

কিছুটা সময় অপেক্ষা করার পর বনকর্মীরা নিশ্চিত হয়ে তাকে দড়ি দিয়ে বেঁধে কাঁধে করে গাড়িতে তোলা হয়।

বনকর্মীদের এই সাফল্যে ধন্যবাদ জানিয়ে পোষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিনাতকে বন দফতরের কর্মীরা বিষ্ণুপুর নিয়ে এসেছেন। এস কুণাল ডাইভাল, সিসিএফ, সেন্ট্রাল সার্কেল জানিয়েছেন , ‘জিনাত সুস্থ রয়েছে, তার ওজন ১৩৫ কিলোগ্রাম , তাকে আলিপুর নিয়ে যাওয়া হবে।

গত কয়েকদিন ধরে ঝাড়গ্রাম, পুরুলিয়ায় দাপিয়ে বেড়িয়েছে জিনাত তার গলায় রেডিও কলার পরানো থাকার কারণেই তাকে ধরা সম্ভব হল।

গত ১৫ নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা-আন্ধারি ব্যাঘ্র প্রকল্প থেকে তিন বছরের বাঘিনিকে ওড়িশার সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়। জিনাতকে কয়েক দিন পর্যবেক্ষণের পরে রেডিয়ো কলার পরিয়ে ২৪ নভেম্বর তাকে সিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়। তার পরেই ঝাড়খণ্ড পার করে বাংলায় আসে।প্রথমে ঝাড়গ্রামের ২০ ডিসেম্বর ঢুকে পড়ে বেলপাহাড়ির কটাচুয়ার জঙ্গল।তারপর বান্দোয়ানের রাইকা পাহাড়ে।  তারপর আবার সেখান থেকে বাঁকুড়ার মুকুটমণিপুরে। বশেষে পড়ল ধরা।