সাত বিধায়কের পদত্যাগ ভোটের মুখে আম আদমি পার্টিতে বড়সড় ভাঙন
Seven MLA Resign From AM ADMI PERTY দিল্লি নির্বাচনের ভোটগ্রহণের মাত্র পাঁচ দিন আগে আম আদমি পার্টির সাতজন বিধায়ক পদত্যাগ করেছেন। তাদের কেউই এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের টিকিট পাননি। পদত্যাগকারী বিধায়করা হলেন নরেশ যাদব (মেহেরৌলি), রোহিত কুমার (ত্রিলোকপুরী), রাজেশ ঋষি (জনকপুরী), মদন লাল (কস্তুরবা নগর), পবন শর্মা (আদর্শ নগর) এবং ভাবনা গৌড় (পালম)।…
