RG KAR VERDICT: তিলোত্তমা হত্যাকান্ডের নিন্ম আদালতে রায় ঘোষণা হতে চলেছে।আদালতের শুনানিতে সব পক্ষের সওয়াল জবাব শেষ হয়েছে।১৮ জানুয়ারি শনিবার দুপুর আড়াইটেয় রায় ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।
২০২৪ সালে ৯ আগষ্ট আর জি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের ঘটনা ও সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার অভিযোগ তোলপাড় হয় গোটা রাজ্য। রাজ্য ছাড়িয়ে গোটা দেশ বিদেশের মাটিতে ছড়িয়ে পড়ে আন্দোলন। রাত দখলের ডাক দেয় মহিলারা। অভূতপূর্ব সাড়া পড়ে আন্দোলনে। নাগরিক সমাজের সব স্তরের মানুষ সেই আন্দোলনে সামিল হয়।উই ওয়ান্ট জাষ্টিস শ্লোগানে মুখর হয়েছে সমাজ।হাইকোর্টের নির্দেশে তদন্তের ভার সিআইডি থেকে সিবিআই ইডির হাতে মামলা হস্তান্তর করা হয়েছে। জুনিয়র ডাক্তারদের দাবী মেনে সরতে হয়েছে কলকাতার পুলিশ কমিশনারকে। বিচার প্রক্রিয়া অতিদ্রূত শেষ করার জন্য রাজ্য বিধানসভায় নতুন বিল আনা হয়েছে। এবার মামলার রায়ের পালা।
সেই মামলায় এবার রায় ঘোষণা করবে শিয়ালদহের নিম্ন আদালত। বুধবারই আদালতের রুদ্ধদ্বার কক্ষে শুনালি চলে। সওয়াল শেষ করেছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়েক পক্ষের আইনজীবী। বৃহস্পতিবার বক্তব্য সম্পূর্ণ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। তিলোত্তমার বাবা-মাও বিচার চেয়ে আবেদন করেছিলেন এদিন তাঁদের বক্তব্যও শোনা হয় আদালতে। ঘটনার ৫ মাস ৯ দিন পর আগামী ১৮ জানুয়ারি, শনিবার, দুপুর আড়াইটেয় রায় ঘোষণা করা হবে ।