২৩শে মার্চ থেকে শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ

 IPL 2025: ২৩শে মার্চ থেকে শুরু ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2025(আইপিএল) হবে। উদ্বোধনী ম্যাচ এবং ফাইনাল দুটোই  হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। রবিবার, বিসিসিআইয়ের সাধারণ সভার পর বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা ঘোষণা এই ক্রীড়াসূচী ঘোষণা করেছেন।শুক্লা জানান ২০২৫ আইপিএলে মোট ৭৪টি ম্যাচ থাকবে। যা আগের তিনটি মরসুমের মতোই। আই পি এলের নিয়ম অনুসারে যথারীতি, বর্তমান চ্যাম্পিয়নদের হোম ভেন্যু কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড ইডেন গার্ডেন্সে হবে।কলকাতা নাইট রাইডার্স যেহেতু আইপিএল ২০২৪ জিতেছে।তাই তাদের হোম গ্রাউন্ড হিসাবে কলকাতাতেই উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ হবে।