অবেশেষে আতঙ্কের অবসান ।ধরা পড়ল বাঘ।মৈপিঠের গঙ্গার ঘাটে খাঁচা বন্দী করা হয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারকে। ছাগলের টোপে ধরা দেয় বাঘ। বাঘের শারিরিক পরীক্ষার জন্য ঝড়খালি থেকে পশু চিকিত্সক আনা হচ্ছে। তারপরেই তাকে সুন্দরবনের জঙ্গলে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হবে।রবিবার সকালে দক্ষিন ২৪ পরগনার কুলতলীর মৈপীঠ গঙ্গার ঘাট সংলগ্ন লোকালয়ের জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখা যায়। আতহ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।বনকর্মীরা নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলে বিভিন্ন এলাকা। লোহার খাঁচার মধ্যে ছাগলকে টোপ দিয়ে রাখা হয়েছিল। সেই ফাঁদেই ধরা দিল রয়াল বেঙ্গল টাইগার।