তারিক আনোয়ার, বীরভূম
Kenduli Mela: শুরু হয়ে গেল কয়েকশো বছরের পুরানো ক জয়দেব কেন্দুলীর মেলা। প্রতি বছরই বীরভূমের অজয় নদের তীরে জয়দেব-কেন্দুলী মেলাকে কেন্দ্র করে অসংখ্য পুণ্যার্থী আসেন,নিয়ম অনুযায়ী মকর সংক্রান্তির দিন অজয় নদের তীরে পু্ণ্যস্নান সারেন ভক্তেরা।
অন্যদিকে, সকাল থেকে ঐতিহ্যবাহী জয় দেবের মন্দীরে পুজো দেওয়ার জন্য লম্বা লাইনও পড়ে গিয়েছে এখন থেকে,এক কথায় বলা যায় জমে উঠেছে কবি জয়দেবের স্মৃতিবিজড়িত বাউল-ফকিরদের এই জয়দেবের মেলা।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, স্নানের ঘাট ও অন্যান্য জায়গায় নিরাপত্তার জন্য সিভিক ভলান্টিয়ার-সহ প্রায় ২ হাজার ৬০০ পুলিশ কর্মী রয়েছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ডিআইজি, এসপি, এসডিপিও পদমর্যাদার অফিসাররা। ১০০ টির বেশি সিসি ক্যামেরা বসানো হয়েছে।রয়েছে ওয়াচ টাওয়ার। সেখান থেকে চলছে নজরদারি। ২৪ টি পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ, ইভটিজিং, কেপমারি রুখতে একাধিক অ্যান্টি ক্রাইম টিম ও মহিলা পুলিশ রয়েছে। এছাড়াও চলছে ড্রোন ক্যামেরায় নজরদারি। এবার স্থায়ী আখড়া ছাড়াও ৩০০ টি মতো অস্থায়ী আখড়ার অনুমতি দিয়েছে প্রশাসন। ৬৫০ টি স্টল রয়েছে মেলায়। উন্মুক্ত মল-মূত্র ত্যাগ রুখতে নদীর তিরে ১ হাজারেরও বেশি অস্থায়ী শৌচাগার নির্মাণ করা হয়েছে। সবমিলিয়ে জমজমাট প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেব মেলা। বুধবার পর্যন্ত চলবে এই মেলা।