টুসু পরবে টুসু ভাসিয়ে বছর শেষ কুড়মালি নববর্ষের শুরু
আজ কুড়মিদের নতুন বছর। কুড়মালি নববর্ষ। মকর সংক্রান্তিতে টুসু পরবে পিঠে পুলি খেয়ে টুসু ভাসিয়ে বছর শেষ করেন তাঁরা। নববর্ষের প্রথম দিনটি তাঁদের কাছে খুবই শুভ দিন। ভারতবর্ষের আদিমতম অধিবাসী মাহাত-কুড়মি সম্প্রদায়ের বছরকে বারো মাসে ভাগ করা হয়েছে ।যথাক্রমে মধু, বিহা, মওহা, নীরন, ধরন, বিহন, রপা, করম, টান, সহরই, মাইসর ও জাড়। কুড়মি সম্প্রদায় প্রকৃতির…