‘রক্তের জন্য হাঁটুন’ রক্তদান নিয়ে রাজ্য সম্মেলন

প্রতিবেদক:-তারিক আনোয়ার ও নুরুল হক

বীরভূম :-
১৭-১৯ জানুয়ারি বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারী ব্লাড ডোনার্স সোসাইটি’র রাজ্য সম্মেলন। অংশগ্রহণ করবেন রাজ্যের ২৩টি জেলার ৪০০ প্রতিনিধি। সম্মেলনের আলোচনায় রক্ত ব্যবস্থাপনা এবং রক্ত আইন প্রবর্তনের সংস্কারের চাবিকাঠি, স্বেচ্ছাসেবী রক্তদাতা সংস্থার ভূমিকা, হিমোগ্লোবিনোপ্যাথির জন্য প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্মসূচি-সহ রক্তদান কর্মসূচিকে শক্তিশালী করার উপায়গুলির অন্বেষণ। উল্লেখ্য, ২০২৪ সালে রাজ্যের ২৩টি জেলায় ২১৪৩টি রক্তদান শিবির থেকে সংগ্রহ হয়েছে ১,০১,২৮৯ ইউনিট রক্ত।


২০২৫ সালে আমাদের লক্ষমাত্রা নেওয়া হয়েছে ২২৫০টি শিবির থেকে ১,৫০,০০০ ইউনিট রক্ত সংগ্রহ।
আগামী ১৮ জানুয়ারি বোলপুর শহরে ‘রক্তের জন্য হাঁটুন’ শীর্ষকে পদযাত্রা হবে। অংশগ্রহণ করবেন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সভাধিপতি কাজল শেখ, চিকিৎসক অসীম অধিকারী, নূরুল হক, আব্দুল খালেক সহ অনেকে।