স্থানীয়রাই গড়ে তুলল বাংলা সংস্কৃতি মঞ্চের অফিস সেই খুশিতে দুঃস্থদের দান করা হলো শীতবস্ত্র

প্রতিনিধি:-তারিক আনোয়ার, বীরভূম

বীরভূম জেলার অন্তর্গত মোহাম্মদ বাজারের এলাকাবাসীর উদ্যোগে শুভ উদ্বোধন করা হলো বাংলা সংস্কৃতি মঞ্চের মহকুমা অফিস সিউড়ি শাখা। সেই সঙ্গে আজ বাংলা সংস্কৃতি মঞ্চের মহকুমা অফিসের উদ্বোধনের পাশাপাশি এলাকার প্রায় ৭০০ জন মানুষকে শীত বস্ত্র প্রদান করা হলো। এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন বাংলা সংস্কৃতি মঞ্চের জেলা কমিটির সদস্য সহ ব্লক কমিটির বিভিন্ন পদাধিকারী বিশিষ্ট জনেরা,

জেলা উপদেষ্টা মন্ডলের সদস্য বিশিষ্ট সমাজসেবী এবং শিল্পপতি আলহাজ্ব সিরাজ সাহেব বলেন “আমরা বিগত দিনগুলিতে অনেক সমাজসেবামূলক কাজ করে এসেছি এবং লকডাউনের সময় আমাদের সদস্যরা যেসব কাজ প্রানের ঝুঁকি নিয়ে কাজ করেছিলেন তা অবশ্যই প্রশংসনীয়”
বাংলা সংস্কৃতি মঞ্চের ব্লক সভাপতি বিশিষ্ট সমাজসেবী এবং আইনজীবী রাফেউল হক মহাশয় বলেন “আমরা সব সময় এলাকার সাধারণ মানুষদের পাশে সাধ্যমতো আছি এবং পরবর্তীতেও থাকবো”।


ব্লক কমিটির অন্যতম সদস্য নেহেরুল আলী মহাশয় এর কথা অনুযায়ী “আমরা আজ প্রায় ৭০০ লোকের শীতবস্ত্র দান করলাম এলাকার বিভিন্ন মানুষের সহযোগিতায়, পরবর্তীতে আমরা আরো দান করার চেষ্টা করবো।