প্রতিবেদক:- তারিক আনোয়ার, বীরভূম
বীরভূমের পানাগড় মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক বিশেষ করে দুবরাজপুর থেকে নিয়ে সোতশাল পর্যন্ত রাস্তার অবস্থা খারাপ বললে ভুল হবে যেন মৃত্যু পুরীতে পরিণত হয়েছে বলা যায়,
![](https://amritabazar.in/wp-content/uploads/2025/01/Road3-1-1024x576.jpg)
নতুন বছরেই মৃত্যু হয়েছে বহু মানুষের প্রায় প্রত্যেকদিনই মানুষ মারা যাচ্ছে কারণ হিসেবে দেখা যাচ্ছে রাস্তার অবস্থা কোথাও খুব খারাপ মাঝে মাঝে গর্ত আবার কোথাও ভয়ংকর ভাবে দেখা যাচ্ছে রৌদে রাস্তা গলে যাওয়া পিচের উঁচু-নিচু কোর খাওয়া ঢিপি , যার ফলে বাইক আরোহীরা দ্রুত আসার সময় সামনে দিয়ে গাড়ি দেখতে পেলেই চেষ্টা করে নিজের সাইডে যাওয়ার কিন্তু বিপত্তিটা হচ্ছে এখানেই বীরভূমের এই রাস্তায় সাইটগুলো এখন প্রায়ই উঁচু-নিচু ঢিপি বা এবড়ো খেবড়ো হয়ে আছে। এর ফলে দুই চাকা আরোহীরা হয় স্লিপকেটে পড়ে যাচ্ছেন বা লাটিয়েয় পড়ে গিয়ে চলে যাচ্ছেন বড় ট্রাক বা লরির চাকার-তলায়। আর এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুপুরী হয়ে উঠেছে বীরভূমের ওই ১৪ নম্বর জাতীয় সড়ক।
![](https://amritabazar.in/wp-content/uploads/2025/01/Road1-1024x576.jpg)
উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তায় এই ১৪ নম্বর জাতীয় সড়ক কিন্তু কেন এই ১৪ নম্বর জাতীয় সড়ক সঠিকভাবে মেরামত করা হয় না বা হচ্ছে না প্রশাসন কেনইবা কোন পদক্ষেপ নিচ্ছে না এর উত্তর কিন্তু কারো কাছে কোন জানা নেই…