চিকিৎসার জন্য এবার ভারত ছেড়ে চিনের পথে পা বাড়াচ্ছে বাংলাদেশ

Bangladesh China Agreement

ভারত বাংলাদেশের মধ্যে অস্থিরতা অব্যাহত। বাংলাদেশে বাণিজ্যের রাস্তা পাকিস্তানের জন্য ইতিমধ্যেই খুলে দিয়েছে। পাকিস্তান থেকে সমুদ্র পথে বিপুল পাকিস্তানি পণ্য আমদানি করা হচ্ছে। বাংলাদেশ পাকিস্তানের জনগনের জন্য ভিসা সরলীকরণ করা হয়েছে। এবার ভারত ভিসা বন্ধ রাখায় চিকিৎসার জন্য চীন বাংলাদেশীদের নতুন ঠিকানা হতে চলেছে।

ছবি সৌজন্যে প্রথম আলো

বাংলাদেশের প্রথম শ্রেণীর দৈনিক প্রথম আলোর প্রতিবেদনে জানা গেছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন রোববার চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং। সেখানে চিকিৎসা খরচ ও যাতায়াতের খরচ তুলনামূলক কম। এ ক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে।

তৌহিদ হোসেন জানিয়েছেন, বাংলাদেশে একটি বড় হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে চীন। সেটি কোথায় করা হবে নিয়ে কথাবার্তা চলছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন চীনের সঙ্গে আলোচনায় ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে তাদের ইতিবাচক আলোচনা হয়েছ। এছাড়া ব্রহ্মপুত্র নদের বিষয়ে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে। তবে তিস্তার বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন।