” দুয়ারে সরকারে”পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করতে পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের বিশেষ উদ্যোগ

Duare Sarker WB Govt

রাজ্য জুড়ে চলছে নবম ” দুয়ারে সরকার” অভিযান। রাজ্যের সব অংশের মানুষকে পশ্চিমবঙ্গ সরকারের ৩৭ টা সামাজিক প্রকল্পের সুফল পৌচ্ছে দিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ উদ্যোগ নিয়েছেন। রাজ্যের সব প্রান্তে ভালই সাড়া মিলছে।

অষ্টম দুয়ারে সরকার থেকে বাংলার পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করা হচ্ছে। তার ফলে বিপদে পড়লেই বাংলার পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার সরকারি সুযোগ সুবিধা পাবেন। ইতিমধ্যে রাজ্যের প্রায় বাইশ লাখের বেশি পরিযায়ী শ্রমিক নাম নথিভূক্ত করেছেন।

কিন্তুু এখনো অনেকেই বাকি রয়েছেন। সেই সব পরিযায়ী শ্রমিকদের নাম নথিভূক্তকরণের জন্য পরিযায়ী শ্রমিকদের সংগঠন পরিযায়ী শ্রমিক ঐক্য মঞ্চের সদস্যরা আন্তরিক উদ্যোগ গ্রহণ করেছেন। মুর্শিদাবাদ, বীরভূম থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্পূর্ণ বিনামূল্যে এই সেবা করে চলেছেন। সংগঠনের অন্যতম উদ্যোক্তা মহম্মদ রিপন জানিয়েছেন তাদের সংগঠন যে প্রান্তে রয়েছে সে প্রান্তে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভূক্ত করতে সবরকম সাহায্য করছে। রিপনের পাশাপাশি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন মাসুদ রানা, আবু তাহের, ইমন এবং সারাফ আবেদিনের মতো এক ঝাঁক মঞ্চের সদস্য সদস্যারা।

রাজ্যের পরিযায়ূী শ্রমিকদের বিপদে আপদে সর্বক্ষণের সঙ্গী থাকে পরিযায়ী ঐক্য মঞ্চের সদস্যরা। তারা যেভাবে উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকারের এই সংগঠনকে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন ও সচেতনতার কাজে ব্যবহার করলে খুব সহজেই পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন ও রাজ্য সরকারের প্রতি তাদের পরিবারদের আস্থা ও বিশ্বাস বহুগুন বাড়বে। রাজ্যের প্রান্তিক এই অংশের মানুষের বড়ই উপকার হবে।

যে কাজ সরকারের পক্ষে তার সীমিত ক্ষমতার মধ্যে পারছে না। ,সেখানে এই সংগঠনকে কাজে লাগানো সাফল্যের বিকল্প পথ দেখাতে পারে এমনাই মনে করেছেন শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন সমাজকর্মীরা।