Waqf Amendment Bill Cleared By Joint Parliamentary Committee
সংসদের আসন্ন বাজেট অধিবেশনে ১৬ টি বিল পেশ করবে কেন্দ্র সরকার। তার মধ্যে থাকছে ওয়াকফ বিলও।বৃহস্পতিবার স্পিকার ওম বিড়লার কাছে জেপিসি বা যৌথ সংসদীয় কমিটিতে পাশ হওয়া সংশোধনীসহ ওয়াকফ বিল ও কমিটির চূড়ান্ত রির্পোট তুলে দেওয়া হয়েছে। কমিটির মধ্যে বিরোধী দলের প্রতিনিধিদের প্রবল বিরোধীতাকে সেই অর্থে গুরুত্ব না দিয়ে কমিটির চূড়ান্ত রির্পোট পাশ করা হয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক যৌথ সংসদীয় কমিটিতে পাশ হওয়া ওয়াকফ বিলের ৬৫০ পাতার রির্পোটের মূল অংশ।
১. মাত্র তিন ভোটে জেপিসিতে পাশ হল ওয়াকফ সংশোধনী বিল। সরকার পক্ষ বা এন ডি এ শরিক ১৪ ভোট বিরোধী দলের সাংসদরা বিলের বিপক্ষে ১১ ভোট পড়ে।
২. ২০ নম্বর ধারায় ওয়াকফ বোর্ডের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে।
৩ মুসলিমদের পাশাপাশি ও অমুসলিমদের নিয়োগের কথা বলা হয়েছে নতুন বিলে।ওয়াকফ বোর্ডে ৫ জন মুসলিম প্রতিনিধি বাকি ১৯ জন অমুসলিম প্রতিনিধি থাকবে।স্বাভাবিক যে কোন বিতর্কে সিদ্ধান্ত নেওয়ার সময় ভোটাভুটিতে নিশ্চিত পরাজয় হবে মুসলিম প্রতিনিধিদের তোলা যে কোন বিষয়।
৪.কমিটির সুপারিশে শুধুমাত্র কেন্দ্রীয় আইন ও বিচার বিভাগ এবং সংখ্যালঘু মন্ত্রকের সুপারিশ তুলে ধরা হয়েছে।
৫. সংশোধনী বিলে বলা হয়েছে কোন ব্যক্তি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন, তাহলে তাঁকে পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করতেই হবে। তবেই ওয়াকফ সম্পত্তি দান করতে পারবেন।
৬. তৃণমূল কংগ্রেস এই বিলের বিরোধীতা করে ৩২ পাতার ডিসেন্ট নোট বা আপত্তি নথিবদ্ধ করেছে।
৭.বিরোধীদের ৪৪টি সংশোধনী গ্রাহ্য না হলেও এনডিএ শিবিরের ১৪ টি সংশোধনী গ্রহণ করা হয়েছে।
