সিউড়িতে স্কুল শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু জানলা ভেঙে দেহ উদ্ধার দমকল কর্মীদের

Teacher Unnatural Death Birbhum

তারিক আনোয়ার
সিউড়ী বীরভূম

সিউড়িতে স্কুলের সহ শিক্ষকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধন্দ। মৃতের নাম অনন্ত কুমার সরকার (৫৫)। তিনি সিউড়ি বাণীমন্দির স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক ছিলেন। পুলিশ সূত্রে খবর, মৃত শিক্ষক আদতে মুর্শিদাবাদের বাসিন্দা হলেও কাজের সূত্রে সিউড়ির স্টেশন মোড় এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।তিনি একা থাকতেন বলেই জানা যায়।

বৃহস্পতিবার সকাল থেকেই বাণীমন্দির অমিতরঞ্জন শিক্ষা নিকেতনের বিজ্ঞান বিভাগের শিক্ষককে না দেখতে পাওয়ায় বিদ্যালয় থেকে ফোন করা হয় শিক্ষক মহাশয়কে। ফোনে কোনও সদুত্তর না পাওয়ায় শিক্ষকরা তাঁর পরিবারকে ফোন করেন। স্কুলের সহকর্মীরা বাড়িতে এসে ডাকাডাকি শুরু করেন। এরপর প্রতিবেশীরা জানলা ভেঙে দেখতে পান দোতলার ঘরে মাটির মধ্যে লুটিয়ে পড়ে রয়েছে শিক্ষকের দেহ। প্রতিবেশী ও শিক্ষকের সহকর্মীরা পুলিশকে খবর দেন। পুলিশ ও দমকল কর্মীর সহযোগিতায় জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে দেহ উদ্ধার করে ও দেহ সিউড়ি হাসপাতালে পাঠানো হয়।

শিক্ষকের মৃত্যুকে ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে।তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে শিক্ষক মহাশয়ের মৃত্যু ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সিউড়ি থানার পুলিশ। স্কুলের শিক্ষিকা পায়েল ঘোষাল জানান, “উনি খুবই ভালো মানুষ ছিলেন। কিভাবে এমন ঘটনা ঘটলো আমরা কিছুই বুঝে উঠতে পারছি না।” যদিও এ বিষয়ে মৃত শিক্ষকের পরিবারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।