কর্মসংস্থানের লক্ষ্যে বাংলায় আশার আলো দেখাচ্ছে EME অ্যাকাডেমি
কলকাতা: কলকাতার নিউ টাউনের নোভোটেলে EME একাডেমির উদ্যোগে EME একাডেমিতে কর্মরত সকল মানুষকে তাদের কাজের স্বীকৃতি জানানোর জন্য EME একাডেমি স্টার্স এওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ুন কবির, ফ্রন্টপেজ একাডেমির চেয়ারম্যান মাওলানা কামরুজ্জামান, ওয়েবেলের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর প্রদীপ মুখোপাধ্যায় ও EME একাডেমির ফাউন্ডার ডাইরেক্টর কাজী মহসিন আজিম (সুমন)। অনুষ্ঠানের শুরুতেই বিধায়ক…
