Global Business Summit 2025 Kolkata:
![](https://amritabazar.in/wp-content/uploads/2025/02/busi2-1024x683.jpg)
বুধবার নিউটাউনে উদ্বোধন হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট ২০২৫।
আন্তর্জাতিক এই বানিজ্য মেলাকে কেন্দ্র করে শহর জুড়ে সাজো সাজো রব। দেশের প্রথম সারির অধিকাংশ শিল্পপতি গ্লোবাল সামিটে যোগ দেবেন।
![](https://amritabazar.in/wp-content/uploads/2025/02/busi3-1024x683.jpg)
বিভিন্ন দেশ থেকেও বড় বড় শিল্পোদ্যোগ সংস্থা মেলায় অংশগ্রহণ করবে।
উদ্বোধনের আগেই সন্ধ্যাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিনিধিদের সাথে চা চক্রে মিলিত হন।
![](https://amritabazar.in/wp-content/uploads/2025/02/busi4-1024x683.jpg)
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন বিজিবিএস প্রাক্কালে বিশ্বের ৪০ টি দেশ থেকে যা ৫০০০ এর বেশি প্রতিনিধি কলকাতায় আসতে শুরু করেছেন।
![](https://amritabazar.in/wp-content/uploads/2025/02/busi5.jpg)
২০ জন রাষ্ট্রদূত এবং হাই কমিশনার তাদের দেশগুলির প্রতিনিধিত্ব করার জন্য একত্রিত হচ্ছেন।
![](https://amritabazar.in/wp-content/uploads/2025/02/busi7-1024x683.jpg)
তাঁদের সঙ্গে ভারতীয় কোটিপতিরা মিলিত হবেন একই সঙ্গে চেম্বার অফ কর্মাস, সিআইআই, ফিক্কি এবং আইসিসি প্রতিনিধিরা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবেন।