Deocha Pachami Coal Block
প্রতিবেদক, তারিক আনোয়ার
মহঃবাজার, বীরভূম
পুরোদমে শুরু হয়ে গেল ডেউচা-পাঁচামি কয়লাখনি প্রকল্পের কাজ। পাশাপাশি সেখানকার জনসাধারণের দাবিকে গুরুত্ব দিয়ে শোনার জন্য ক্যাম্প খুলল ভূমি রাজস্ব দপ্তর। সেই ক্যাম্পে এলাকায় জমি সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার ভূমিপুজোর পর শুক্রবার চারটি মাটি তোলার মেশিন নামালো PDCL । শুক্রবার দুপুরে মহম্মদবাজার ব্লকের মথুরাপাহাড়ী চাঁদা মৌজাতে খননের কাজ খতিয়ে দেখতে যান PDCL এর চেয়ারম্যান পি বি সেলিম, বীরভূম জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার আমনদীপ সহ সাংসদ সামিরুল ইসলাম।
![](https://amritabazar.in/wp-content/uploads/2025/02/pachami3-1024x576.jpeg)
বৃহস্পতিবার ভিতপুজোর দিন স্থানীয় স্থানীয় বাসিন্দারা বিশেষ করে এলাকার মহিলারা বিক্ষোভ দেখান, কাজে বাধা দেওয়ার চেষ্টা করেন। শুক্রবার তারাই আবার প্রশাসনের উপস্থিতিতে এই কাজকে স্বাগত জানালেন। জেলাশাসক বিধান রায় জানালেন, “আমাদের কাছে বিক্ষোভ নয়, মুলত তাঁদের বিভিন্ন দাবি জানিয়েছেন। তাই গ্রামে গ্রামে চারটি শিবির খোলা হলো। সেখানে যাঁদের জমি সংক্রান্ত কাগজের গরমিল রয়েছে, তাঁরা আসবেন। তাঁদের যতদিন না মিটবে, ততদিন গ্রামে গ্রামে শিবির চলবে। কারও কাগজ হারিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, অনাবশ্য রেকর্ড সংক্রান্ত সমস্যা রয়েছে, সবই মেটানো হবে।”
![](https://amritabazar.in/wp-content/uploads/2025/02/Pachami-2-1024x576.jpeg)
কিছু আগে এলাকায় কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগে তাঁদের সব পুড়ে গিয়েছে। জেলাশাসক জেলা জমি রেজিস্ট্রারের সঙ্গে বসে যতো পুরনো হোক, তার জন ভিড বের করে দেওয়ার প্রতিশ্রূতি দিয়েছে।
জেলাশাসক নিজের উদ্যোগে বিশেষ নির্দেশ এনে প্রায় ৪৯ জনের মধ্যে জমির পাট্টো বিলি করেছেন। এদিন পি বি সেলিম বলেন “পাট্টা বিলির একটা নির্দিষ্ট নিয়ম আছে আলোচনা করেছি। নিয়ম মেনে যতজন যোগা সকলকেই পাট্টা দেওয়া হবে।
![](https://amritabazar.in/wp-content/uploads/2025/02/Pachami4-1024x576.jpeg)
ইতিমধ্যে ২৪ জন শ্রমিক কাজে যোগ দিয়েছেন। যত শিল্পের কাজ এগোবে স্থানীয় মানুষ তত কাজ পাবেন।এদিন গাবারবাথান, সাগরাবান্দি, চান্দা ও মথুরাপাহাড়িতে ভূমি দপ্তর জমির দলিলপত্র খতিয়ে দেখার জন্য বিশেষ শিবির খুলেছে। তবে জমিদাতাদের মনোনীত বা নিকট আত্মীর সরকারি প্যাকেজের শর্তে চাকরি পাবেন কি না সে ব্যাপারে রাজ্য থেকে নির্দেশ আসেনি। সব মিলিয়ে বলা যেতেই পারে এলাকায় পুরোদমে চলছে কয়লা খনির কাজ…