দেশ বিদেশের এক ডজন তাজা খবর
(১) আমেরিকায় বেআইনি ভাবে বসবাস করার অভিযোগে ৪৮৭ জন ভারতীয়কে চিহ্নিত করা হয়েছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে ভারতকে সেরকমই তথ্য দেওয়া হয়েছে৷ বিদেশ সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন। ইতিমধ্যেই বুধবার ১০৪ জন ভারতীয়কে মার্কিন সেনা বিমানে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
(২) আগামী বুধবার আমেরিকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের সফরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎও করবেন তিনি। মোদীর দু’দিনের মার্কিন সফরের কথা জানাল ভারতের বিদেশ মন্ত্রক।
(৩) কল্যাণীর বাজি কারখানায় বিস্ফোরণে এখনো পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। কারখানার মালিক খোকন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে অর্থসাহায্য ঘোষণা করেছে রাজ্য সরকার। এদিকে কী করে বিস্ফোরণের বিষয়য়ে বিশদে জানতে নবান্নের তরফে জেলা পুলিশের কাছে বিস্তারিত রিপোর্ট চাওয়া
(৪) গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যার আর্থিক মূল্য ২৫ কোটি ৮৬ লক্ষ টাকা। ইডি সূত্রে জানা গিয়েছে, এই সম্পত্তির রয়েছে ৩৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
(৫) আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনে দোষী সঞ্জয় দায়ের ফাঁসির সাজা চেয়ে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারের মামলার আবেদন গ্রহণই করল না উচ্চ আদালত। একই আবেদন করেছিল তদন্তকারী সংস্থা CBI-ও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন গ্রহণ করা হয়েছে।
(৬) ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে বিদেশ মন্ত্রকের তলব করা হয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, দুঃখজনকভাবে, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্তব্য বারবার ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করছে এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করে চলেছে।’
(৭) দেশজুড়ে আগামী ২৪ মার্চ এবং ২৫ মার্চ ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন।তাদের দাবী পাঁচ দিনই ব্যাঙ্ক খোলা রাখতে হবে। দ্রূত শূণ্যপদ পূরণ করতে হবে। বর্তমানে দেড় থেকে দু’লক্ষ শূন্যপদ রয়েছে বিভিন্ন ব্যাঙ্কে। কর্মী কম থাকার কারণে ঠিকমত পরিষেবা পাচ্ছেন না গ্রাহকরা।
(৮) সশরীরে যেতে হবে না আদালতে, এবার ভিডিওগ্রাফির মাধ্যমেই কোনও মামলায় তদন্তকারী পুলিশ অফিসার বা পুলিশকর্মীরা এবার ডিজিটাল উপায়ে সাক্ষ্য দিতে পারবেন। সেই ব্যবস্থাই চালু করতে চলেছে রাজ্য পুলিশ। নতুন এই অ্যাপের নাম ‘ই-সাক্ষ্য’।
(৯) শিল্পপতি গৌতম আদানির পুত্র জিত আদানির বিয়ে উপলক্ষে বিভিন্ন সামাজিক ও সেবা কাজে ১০ হাজার কোটি টাকা দান করা হবে। আদানিদের পারিবারিক সূত্রে এখবর জানানো হয়েছে।জানা গেছে বিযের অনুষ্ঠানে যে উপহার সামগ্রী পাওয়া যাবে সে সব সমাজ সেবার কাজে দান করা হবে।
(১০) ফের অগ্নিকান্ড প্রয়াগের মহাকুম্ভ মেলায়। শুক্রবার সকালে সেক্টর ১৮-র শঙ্করাচার্য মার্গের কাছে হরিহরনন্দ শিবিরে আগুন লাগে বলে জানা যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ। হতাহতের কোনও খবর মেলেনি। এই নিয়ে তিন বার অগ্নিকান্ডের ঘটনা ঘটল।
(১১) আপ কি আদালতে অনুষ্ঠানে অভিনেতা সলমান খানের নজরকাড়া বক্তব্য “আমি গোমাংস এবং পর্ক (শুয়োরের মাংস) ছাড়া সবকিছু খাই। গোমাতা তো আমাদেরও মা। আমি বিশ্বাস করি, সেই অর্থে আমারও মা। আসলে আমার নিজের মা হিন্দু ধর্মাবলম্বী। আর বাবা মুসলিম। এদিকে আমার আরেক মা হেলেন খ্রিস্টান। আমার মায়ের সঙ্গে একই বাড়িতে থাকি আমি। আমার কাছে সব ধর্মই সমান। প্রত্যেকেরই উচিত সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করা।” এরপরই ভাইজানের সংযোজন, “আমাকে সব ধর্মের মানুষই বলতে পারেন। আমার বাড়িটাই একটুকরো হিন্দুস্তান।”
(১২) পাকিস্তান ফুটবলের সর্বোচ্চ সংস্থা পাকিস্তান ফুটবল ফেডারেশনকে সাসপেন্ড করল আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা ফিফা। এই নিয়ে তিন বাব ফিফার খাঁড়ার মুখে পড়ল পিপিএফ। ফিফার নির্দেশ মেনে সংবিধান সংশোধন করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশ। তাই শাস্তির নির্দেশ ফিফার।